আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ এখনও মেনে নেয়নি রাশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ৯:৫৩:২৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ এখনও মেনে নেয়নি রাশিয়া। স্বীকৃতির ব্যাপারটি আসবে পরে। কারণ হতে পারে এখনও তালেবান নেতারা আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে গোপন আলাপ করছে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।
শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া এখনও তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি।
পেসকভ বলেন, তালেবান আফগানিস্তানের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতটুকু সক্ষম তা দেখার পরই কেবল তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, আফগানিস্তানে নিযুক্ত রুশ কূটনীতিক ও রুশ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় তালেবান কতটুকু সক্ষম তা বিবেচনা করা হবে।
তিনি বলেন, আফগানিস্তানে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে।
গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল ঘিরে ফেললে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সংগঠনটি। তবে তারা এখনও কোনও সরকার গঠন করেনি।