সিলেটে গ্যাস লাইনের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ : অনেক বহুতল ভবন ভাঙ্গা পড়বে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২১, ২:৪৮:৩৪ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট মহানগরের যেসব জায়গায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইনের ওপর বা লাইনের দশ ফুটের ভিতর অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। জানা গেছে, অনেক বহুতল ভবন ভাঙ্গা পড়বে এবারের অভিযানে।
বালুচর এলাকার পার্শ্ববর্তী খাদিম ইউনিয়নের নয়া বাজারে বৃহস্পতিবার (২৬ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি তিনতলা ভবন ভাঙার মধ্য দিয়ে স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রতিষ্ঠানটি। এদিন দুপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপকের (বিপণন-উত্তর) অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাস সঞ্চালন লাইনের উপরের ভূমিতে কোনো ধরনের স্থাপনা তৈরি করা নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করে এই এলাকায় ভূগর্ভস্থ গ্যাস সঞ্চালন লাইনের উপর দিয়েও অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। সে সকল ঝুঁকিপূর্ণ ও বেআইনি স্থাপনার তালিকা আমরা করেছি। তাদেরকে বারবার মৌখিকভাবে বলা সত্ত্বেও অবৈধ স্থাপনা অপসারণ করেননি। তাই আজ সকাল থেকে নয়াবাজার এলাকায় অভিযান শুরু হয়েছে। এখন থেকে ক্রমান্বয়ে সিলেটে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শুরুর আগে জালালাবাদ গ্যাসের লোকজন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন বলেও জানান এ প্রকৌশলী।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ শাহপরান থানাধীন ইসলামপুরে মোহাম্মদপুর নূরপুর আবাসিক এলাকায় স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে শুরু করা হয় জালালাবাদ গ্যাসের এই অভিযান। সে সময় সিলেটের জালালাবাদ গ্যাসের অধিককৃত ভূমিতে গ্যাস লাইনের উপর অবৈধ ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর, বাড়ি, দোকানপাট ও বাড়িঘর উচ্ছেদ অভিযান চালায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।