আইএসকেপির ওপর পাল্টা হামলার নির্দেশ বাইডেনের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২১, ১২:০৩:৪৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি) সংগঠনের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পাল্টা আঘাতের শপথ নিয়েছেন উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কমান্ডারদের আইএসকেপি সংগঠনের সম্পদ, নেতৃত্ব এবং সুযোগ-সুবিধায় আঘাত হানার অপারেশনাল প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা আমাদের পথ খুঁজে নেব। বড় সামরিক অভিযান ছাড়া, তাদের খোঁজার পথ বের করব।