আজ কাবুলে গাড়িবোমা বা রকেট হামলা হতে পারে : ইউএস সেন্ট্রাল কমাণ্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২১, ৯:০৮:২১ অপরাহ্ন
গতকাল যখন কাবুল বিমান বন্দরের মেইন গেইটের কাছে বিস্ফোরণ ঘটে।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শুক্রবার ফের রক্তক্ষয়ী হামলা হতে পারে। গাড়িবোমা অথবা রকেট হামলা হতে পারে বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ড জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের মেইন গেইটের কাছে গতকাল বৃহস্পতিবার দুপরের ভয়াবহ দুই বিস্ফোরণে ১৩ আমেরিকান সৈন্যসহ ৬০ জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনার ১২ ঘণ্টা যেতে-না-যেতেই আজ শুক্রবার আবার ভয়াবহ হামলা হতে পারে বলে খবর পাওয়া গেল। খবর রয়টার্সের।
গতকালের হামলার দায় স্বীকার করেছে আইএস-র আফগানিস্তান শাখার নাম আইএসকেপি-ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স।
প্রেসিডেন্ট জো বাইডেন, গতরাতে বিধ্বস্ত ও ক্ষুব্ধ মনোভঙ্গিতে বলেছেন, ‘আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না, তোমাদেরকে আমরা ধরবো, তোমরা এসব হত্যাকাণ্ডের প্রতিফল পাবে।’