কাবুল বিমান বন্দর বিস্ফোরণ : রক্তস্নান, লাশের স্তুপ, ১৩ আমেরিকান সৈন্যসহ অর্ধশতাধিক নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২১, ২:০১:০৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের কাছে বৃহস্পতিবার দুটি বিস্ফোরণের ঘটনায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। মূল ফটক আব্বের কাছে বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি লাশের স্তুপ দেখেছেন বলে জানিয়েছেন।
মৃতের সংখ্যার ব্যাপারে রয়টার্স লিখেছে ১০ আমেরিকান সৈন্যসহ কয়েক ডজন মানুষ মারা গেছেন।
এপি-এসোসিয়েটেড প্রেস লিখেছে ৬০ আফগান ও ১২ আমেরিকান সৈন্য নিহত হয়েছে কাবুলের এ দুই বোমা বিস্ফোরণে।
মার্কিন মেরিন সেনা ছাড়াও এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও আফগানিস্তানের সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
জন কিরবি বলেন, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা দেশগুলো বিমাবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।
কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার স্থানে ‘লাশের স্তূপ’ দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি।
খবর ওয়াল ট্রিট জার্নাল সিএনএন ও রয়টার্সের।