জাপান ১.৬৩ মিলিয়ন মডার্নার টিকা ব্যবহার স্থগিত করেছে দুষণ পাওয়ায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২১, ১১:২৪:৩৩ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : জাপানের হাতে থাকা ১.৬৩ মিলিয়ন ডোজ মডার্না টিকা ব্যবহার স্থগিত করেছে দেশটি। কারণ কিছু শিশিতে দুষণ (কনটেমিনেশন) পাওয়া গেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটির বিভিন্ন এলাকা থেকে কিছু শিশিতে দূষণের খবর আসছিল। অতঃপর আজ বৃহস্পতিবার জাপান মডার্নার এ পরিমাণ ডোজ ব্যবহার স্থগিত করলো। খবর রয়টার্সের।
দেশটিতে বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, সাবধানতার অংশ হিসেবে মডার্না টিকার আরও তিনটি ব্যাচের সরবরাহ আপাতত স্থগিত রেখেছে।
স্পেনে মডার্নার একটি টিকা উৎপাদন কেন্দ্রে টিকাতে ‘অন্য উপাদান’ যুক্ত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাকেদা।
আর মডার্না বলেছে, এখন পর্যন্ত নিরাপত্তা বা টিকার কার্যকারিতায় কোনো সমস্যা তারা পায়নি।
ঘটনাটি আরও খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা ও তাকেদা ফার্মাসিউটিক্যালের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মডার্না কোম্পানি।
জাপান এবং মডার্না উভয়ই বলেছে, কোনও নিরাপত্তা বা কার্যকারিতা সমস্যা চিহ্নিত করা হয়নি। এ নির্দিষ্টি শিশিতে দুষণের কারণে স্থগিতাদেশ কেবল একটি সতর্কতা।
আমেরিকার এ ভ্যাকসিন নির্মাতা এক বিবৃতিতে জানিয়েছে, ‘মডার্না নিশ্চিত করেছে যে তার কভিড -১৯ ভ্যাকসিনের ওষুধের ভায়ালে কণা দেখা যাওয়ার বিষয়ে জানতে পেরেছে।’