ব্রেংকিং : কাবুল বিমান বন্দরের নিকটে বিস্ফোরণ, বহু হতাহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২১, ৯:০৭:১৮ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে, অর্থাৎ বিমান বন্দরের আব্বে প্রবেশপথের কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সেখানে গোলাগুলিও হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
কাবুল বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যেই ‘ভয়াবহ’ হামলা হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপির আশঙ্কা প্রকাশের পরই এ হামলার খবর সামনে এলো।