সিলেটে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩০, সুস্থ হয়েছেন ৪৫৬ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২১, ৩:৩২:১৫ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ২৩০ জন শনাক্ত হয়েছে। আজ বুধবার ২৫ আগস্ট দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১০ জন রোগী। তাদের ৯ জনই সিলেট জেলার অধিবাসী। একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী।