শিক্ষার্থীরা টিকা পেলে অক্টোবরে খুলবে ঢাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২১, ৯:১১:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সকল শিক্ষার্থীর ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত হওয়া সাপেক্ষে আগামী অক্টোবর মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রথম দফায় সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে না আবাসিক হলগুলো।
প্রথম দফায় কেবল চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্রভোস্ট স্টান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।
এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী।
তিনি বলেন, অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খোলা যাবে, যদি সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করতে পারে।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ভ্যাকসিন নেওয়া সাপেক্ষে শুরুতে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।