সিআইএ পরিচালকের সাথে তালেবান নেতার গোপন বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৯:৫৭:২৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের নেতা আব্দুল গণি বারাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস।
মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট ও এসোসিয়েটেড প্রেস। বর্তমানে আফগানিস্তান থেকে মার্কিন ও আফগান নাগরিকদের উদ্ধার করছে যুক্তরাষ্ট্র। তবে ৩১শে আগস্টের ডেডলাইনের আগে সবাইকে উদ্ধার করা নিয়ে নতুন উদ্বেগ দেখা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, চলমান এই উদ্ধার অভিযান নিয়েই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগস্টের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব না হলে সেক্ষেত্রে সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে ক্রমাগত। অপরদিকে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে। এই সংকট সমাধানেই গোপনে তালেবান নেতার সঙ্গে বৈঠক করে থাকতে পারেন সিআইএ পরিচালক।