ন্যান্সির তৃতীয় বিয়ে, আংটি বদল হলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৯:৩৫:৫৪ অপরাহ্ন
অনুপম বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিষয়টি আগেই জানিয়েছিলেন তিনি। তবে এবার করলেন আংটি বদল। পাত্র প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী। সম্প্রতি তারা পারিবারিকভাবে আংটি বদল করেছেন। ন্যান্সি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ গায়িকা বলেন, আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো।
বিলিয়নিয়ার মারেক পিচোকি, যিনি অফিস করেন বাইসাইকেলে
কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা করতে পারবো কিনা জানি না। হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলবো।
এরই মধ্যে ন্যান্সি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে শুভকামনায় ভাসাচ্ছেন। জানাভগেছে, গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।