‘সিলেটে আরেকজন কামরান তৈরি করতে হবে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১২:৫৭:৪০ অপরাহ্ন
সিলেট অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘সিলেটে আরেকজন কামরান তৈরি করতে হবে। আগামী সিটি নির্বাচনের আগে আরেকজন ‘কামরান’ তৈরি করতে আমাদের সকলের এখন থেকে কাজ করতে হবে। সিলেটের সিটি নির্বাচনে আর ভুল করা যাবে না। অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
তিনি সোমবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা, সাধারণ মানুষের তিনি ছিলেন খুব আপনজন। আওয়ামী লীগ চায় সিসিকের জন্যএরকম যোগ্যতাসম্পন্ন এক জন নেতা।
তাঁর এই বক্তব্যের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তবে আগামীর ‘কামরান’ হিসেবে কাকে ইঙ্গিত করেছেন? এ প্রশ্নের জবাবে অনেকেই বলছেন এই তালিকায় সবার আগে
যে নামটি আসবে সেটি হলো সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তবে কেউ কেউ অবশ্য সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদের নামও উচ্চারণ করেছেন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়ে ছিলেন তবে দল তাকে মনোনয়ন না দিয়ে বদর উদ্দিন আহমদ কামরানকে মনোনয়ন দিয়েছিলো।
এ প্রসংঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে কথা বললে, তিনি মৃদু হেসে বলেন, সব মহান আল্লাহর ইচ্ছা। আমি দলের জন্য,নগরবাসীর জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করছি, আওয়ামী লীগ তার কর্মীদের কর্মকান্ডের যথাযথ মূল্যায়ন করে থাকে। আগামী সিসিক নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা অবশ্যই তার পক্ষে কাজ করবো।