যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমের বিকল্প বের করতে কাজ করছে রাশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১২:০৩:১০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তঃব্যাংক সুইফ্ট সিস্টেমের বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি দীর্ঘ সময় ধরে এই কাজ চলবে।’
তবে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সুইফ্ট আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে এখনই বেরিয়ে যাবে না রাশিয়া। কারণ এই ধরনের পদক্ষেপ সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
বিরিচেভস্কি বলেন, “সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আসন্ন কোনও দৃশ্যমান বিপদ আমাদের জন্য নেই। আমি মনে করি সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ধারণাটি কোনও বাজারসংশ্লিষ্ট পদক্ষেপ নয় বরং এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক পদক্ষেপ। কেউ এই মুহূর্তের জন্য প্রস্তুত নয়, সবাই এখন ক্ষতিগ্রস্ত হবে।”
এর আগে গত মে মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ওলগা স্কোরোবোগাতোভা প্রথম জানিয়েছিলেন যে, তার দেশ সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন থেকে রাশিয়ার ব্যাংকগুলো লেনদেনের ক্ষেত্রে ফাইনান্সিয়াল মেসেজিং সিস্টেম অনুসরণ করবে।
২৯ এপ্রিল ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল যে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের কথিত ঘটনায় তারা সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে।