মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৪:২০:১৩ অপরাহ্ন
লন্ডন অফিস : বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে’র উদ্যোগে শায়খুল হাদীস মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.)’র স্মরণে গত রোববার ২২ আগস্ট ইসলামিক গাইডেন্স সেন্টারে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইস্ট লন্ডন মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ আবু সায়িদ ও সভা পরিচালনা করেন বাংলাদেশী মুসলিমস ইউ, কে’র সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফেজ শামসুল হক, অধ্যাপক আব্দুল কাদির সালেহ, মাওলানা শোয়াইব আহমদ, হাফিজ শফিকুর রহমান মাদানী, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আবুল বারাকাত মিশকাত হাসান, মাওলানা এফ কে এম শাহজাহান, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা গোলাম আম্বিয়া, মাওলানা হাবিবুর রহমান, প্রফেসর মিসবাহ উদ্দিন কামাল, মুহিবুর রহমান মুহিব, সেলিম রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দুবাগী ছাহেবের সুযোগ্য বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।