গোয়াইনঘাট প্রবাসী পরিষদ যুক্তরাজ্য শাখার ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১২:৪২:৪৯ অপরাহ্ন
মোঃ মোজাম্মেল আলী: গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ক্বারী মাওলানা শওকত আলী’র বড় ভাই মুশাহিদ আলী, লন্ডন খিদমাহ একাডেমির খতিব মাওলানা নিজাম উদ্দিন’র পিতা আলহাজ্ব মনির উদ্দিন ও যুগ্ন আহবায়ক আরিফ উদ্দিনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী ২২ আগস্ট জুমে অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রবাসী পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মুবিন।
যুক্তরাজ্য শাখার সদস্য সচিব মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসকারী গোয়াইনঘাট বাসীদের মধ্যে সম্পৃক্ত হোন: সদরুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন, আলী আক্তার সৌরভ, জাওয়াদ তানভীর, আলীম উদ্দিন, আক্তার হোসেন, আরিফ উদ্দিন, আবু তাহের, নুরুল আলম, লন্ডনসিলেটনিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ক্বারী মোঃ মোজাম্মেল আলী, এখলাছ উদ্দিন, জুবেদ আহমদ সহ প্রমুখ।
সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সদর উদ্দিন ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা শওকত আলী।