বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ২০২১-২৩ সালের ২১ পদে একটি করে মনোনয়নপত্র জমা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১২:১৬:০২ অপরাহ্ন
লন্ডন অফিস : যুক্তরাজ্যের উপজেলা ভিত্তিক বৃহৎ কমিউনিটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ২০২১-২৩ সালের ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদে একটি করে মনোনয়নপত্র জমা হয়েছে।
সভাপতি পদে রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে দিলওয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব আব্দুল সফিক প্রার্থী হয়েছেন।
বৃটিশ চ্যারিটি কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত চ্যারিটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ২০২১-২৩ সালের ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২২ আগস্ট। পূর্ব লন্ডনের ই১ এর ২২০ জুবিলি স্ট্রীটে ট্রাস্টের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন কমিটির বিভিন্ন পদের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাসুদ আহমদ, নির্বাচন কমিশনের দুই সদস্য কাউন্সিলার সামসুল ইসলাম সেলিম ও কাউন্সিলার আব্দাল উল্লাহ’র নিকট কমিটির সভাপতি পদে রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে দিলওয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব আব্দুল সফিক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সহসভাপতি ৪ টি পদে সাহেদ আহমদ, ছওয়াফ উদ্দিন, জাহিদুর রহমান ও জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ২টি পদে আলী বেবুল, আতাউর রহমান আতা, যুগ্ম কোষাধ্যক্ষ পদে আবু আহমদ সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সোহেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আল মামুনুর রশীদ হিলারি, সমাজকল্যাণ সম্পাদক পদে জুবের আহমদ, দপ্তর সম্পাদক পদে আমিনুর রহমান সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক পদে ইকবাল হোসেন এবং পরিচালকের ৫টি পদে আতিক হোসেন, বদরুল ইসলাম সাহিদ, বদরুল হক, কবির হোসেন ও শামীম আহমেদ।
মনোনয়নপত্র গ্রহণকালে নির্বাচন কমিশনের সাথে এ সময় উপস্হিত ছিলেন ট্রাস্টের বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু।
এছাড়া ট্রাস্টের বর্তমান কমিটির বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক সদস্য উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আগামী ৩০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
আগামী ১২ সেপ্টেম্বর, রোববার দুপুর ১২ টায় পূর্ব লন্ডনের ম্যানর পার্কের রয়েল ব্রিটিশ ভেন্যুতে ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আহবান করা হয়েছে।
উক্ত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২০ সালের ১৯ এপ্রিল হওয়ার কথা ছিল। কোভিড-১৯ ও দীর্ঘ লকডাউনের কারণে তা স্হগিত করা হয়েছিল।