সিলেট লেখক ফোরামের উদ্যোগে ‘শব্দকথা’র পাঠ উন্মোচন ও বৃক্ষরোপণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৯:৩২:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেট লেখক ফোরামের উদ্যোগে বিশ্বনাথের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ত্রৈমাসিক ‘শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যার ২য় সংস্করণের পাঠোণ্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল। স্কুলের সিনিয়র শিক্ষক আজম আলীর সঞ্চালনায় ২২ আগষ্ট রোববারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শব্দকথা’র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস। বিশেষ অতিথি ছিলেন তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান, শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, আশা টুকেরবাজার ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সত্যেন্দ্র দেব, আশা কামালবাজার ব্রাঞ্চের ম্যানেজার ফয়সল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান কায়েস বলেন, ‘‘শব্দকথা’ সবসময়ই সৃজনশীল চিন্তার বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে থাকে। যার দালিলিক প্রমাণ ‘শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যা। তিনি আরো বলেন, আমাদের সবাইকে বইয়ের প্রতি মনোযোগী হতে হবে’।
জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, টুঙ্গিপাড়ায় খোকার জন্ম না হলে এই দেশের জন্ম হতো না।
সভার সভাপতি নাজমুল ইসলাম মকবুল দেশ ও সমাজের কল্যাণমুখী কাজের প্রতি সকলকে মুক্তপ্রাণে এগিয়ে আসার আহবান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।