বন্যা পরিস্থিতির অবনতি, লক্ষাধিক পরিবার পানিবন্দি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৮:৫৮:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌসুমের শেষ দিকে দেশে বন্যার অবনতি হয়েছে। ছয় জেলার নিম্নাঞ্চল পানির তলে। ফরিদপুর, কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে বসবাস করা লক্ষাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা এবং স্কুলে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল চারটি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো প্রায় পাঁচটি নদীর পানি বিপত্সীমা ছুঁইছুঁই করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের প্রধান নদনদীর পানির উচ্চতা বাড়ছে।