১৮ বানিজ্যিক বিমান আফগান ও আমেরিকানদের নিতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ১:৩৪:০৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৮২তম ডিভিশনের সৈন্যদের একটি দল আফগানিস্তান থেকে আমেরিকান ও আফগানদের সরানোর সহযোগিতায় যোগ দেয় ২০ আগস্ট ২০২১
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা রোববার ছয়টি বাণিজ্যিক এয়ারলাইন্সকে আফগানিস্তান থেকে জনগণকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন কাবুল থেকে আমেরিকান এবং ঝুঁকিপূর্ণ আফগানদের বিদায়ের গতি বাড়ানোর চেষ্টা করেছে।
পেন্টাগন বলেছে, তারা ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ার এবং অন্যান্যসহ মোট ১৮টি বাণিজ্যিক বিমান চেয়েছে যাতে তারা আফগানিস্তান থেকে আসা অস্থায়ী স্থানে থাকা লোকজনকে বহন করে।
তালেবান দ্রুত দখল নেওয়ার পর ওয়াশিংটন তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধায় আছে। মার্কিন সেনাবাহিনী এ নিয়ে তৃতীয়বারের মতো বেসামরিক বিমান নিযুক্ত করলো।
রোববার হাজার হাজার মানুষ কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান করতে দেখা গেছে, যারা স্বদেশ ছেড়ে যেতে চায়। তথ্যসূত্র : রয়টার্স