সিলেটে আর ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৫, সুস্থ হয়েছেন ৩৯০ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ২:৪৯:০১ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে করোনাক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ ১০ জন সিলেট জেলায় মারা গেছেন। মৃত অপর দুজন সুনামগঞ্জের।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৯৮৪ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৮৭ জনস সিলেট জেলায় মারা গেছেন ৮০১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৭ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে ২৯ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।
গত চব্বিশ ঘন্টায় শনাক্ত কম হওয়ার কারণ এ সময়ে মাত্র ১০১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬.৩২ ভাগ।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগে গেল চব্বিশ ঘন্টায় ৩৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৪০ হাজার ৩৮৫ জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২৪ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।




