আইএস হামলা করতে পারে কাবুল বিমান বন্দরে : যুক্তরাষ্ট্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ১০:২৯:১৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আইএস গ্রুপের আফগানিস্তান শাখা কাবুল বিমান বন্দরে হামলা করতে পারে মর্মে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আইএসের এই হামলার আশঙ্কার কথা জানানো হয়। এতে বলা হয়, বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে।’
তবে আইএসের হামলার শঙ্কা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। প্রকাশ্যে কোনো হুমকিও দেয়নি আইএস। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনীসহ ১৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।