বড়লেখায় ২১ আগস্ট উপলক্ষে যুবলীগের আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ১২:৪৭:২১ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বিভীষিকাময় সেই ২১ আগস্ট আজ। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি।
উপজেলা যুবলীগের উদ্যোগ আয়োজিত শনিবার (২১ আগস্ট) বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আজও ফিরে পাননি স্বাভাবিক জীবন। গ্রেনেডের স্প্লিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ ঘটিকায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজমুল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেহান পারভেজ রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমদ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক নোমান আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল, তালিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সায়দুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ফরহাদসহ যুবলীগের সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদের মাস্টার মাইন্ড ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জোর দাবী জানান।
তাঁরা আরোও বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার রায় কার্যকর করে অসাম্প্রদায়িক,উদার,গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পরবর্তী সময়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা যুবলীগ।