যোগাযোগ, স্বাস্থ্য বিদ্যুৎ, কৃষির উন্নয়ন করতে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়েছি : হাবিবুর রহমান হাবিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২১, ৭:০৯:১৭ অপরাহ্ন
সংবাদদাতা : ‘সিলেট-৩ আসন নির্বাচনী এলাকার গুরুত্ব অনেক বেশী। এই এলাকার, বিশেষ করে যোগাযোগ, স্বাস্থ্য বিদ্যুৎ, কৃষির উন্নয়ন করতে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়েছি, আমি এলাকাটি ঢেলে সাজাতে চাই, বলেছেন সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগস্ট মাস শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে সুখী ও সমৃদ্ধি দেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ আগস্ট) বিকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে মৈশাসী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খলকু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, লুদু মিয়া, নানু মিয়া।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম, আপ্তাব উদ্দিন, আব্দুল মুকির চৌধুরী, ময়নুল ইসলাম সালেহ, ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক আহমদ, ফরমান আলী মেম্বার, আজমান আলী, জহির আলী, আয়েশা বেগম, যুবলীগ নেতা সাবুল আহমদ, শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।



