ভারত থেকে চাল আসছে, দাম কমেছে বাজারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২১, ৪:২৭:০২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : চালের দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল আমদানির খবরে বাজারে চাল সরবরাহের পাশাপাশি কেজিতে দাম কমেছে ২ থেকে ৪ টাকা। চালের দাম কিছুটা কমায় নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরেছে।
এদিকে, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে সরকার। আর আমদানির অনুমতি পেতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকদের আবেদনের হিড়িক পড়েছে।
ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের আমদানিকারকরা কয়েক লাখ টন চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে বলে জানা গেছে।
হিলি বাজারে দেখা গেছে, বাজারে সব দোকানেই চালের সরবরাহ ভালো রয়েছে। সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৪ টাকা করে কমেছে। আটাশ জাতের চাল বর্তমানে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।




