সেপ্টেম্বর থেকে ব্রিটেনে শুরু হচ্ছে বোস্টার ডোজ ভ্যাকসিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১১:৩৭:৫৯ অপরাহ্ন
লন্ডন অফিস : আগামী সেপ্টেম্বর থেকে ৩০ মিলিয়ন অসুস্থ, বৃদ্ধ এবং ঝুঁকিতে আছে এমন মানুষকে প্রাধান্য দিয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বোস্টার ডোজ ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বৃটিশ সরকার।
হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন, ‘ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বোস্টার ডোজ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আক্রান্ত হতে পারে এমন লোক ও বয়স্কদের প্রাধান্য দিয়ে তৃতীয় ডোজ বোস্টার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি চলছে’।
ইন্ডিপেন্ডেট সাইন্টিফিক এ্যান্ড মেডিক্যাল এডভাইজার প্রফেসর আদাম ভিন জানান, JCVI (Joint Committee on Vaccination and Immunisation) এর চুড়ান্ত অনুমোদন নিয়েই ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে।
বিজ্ঞানী প্রফেসর আদাম ভিন বলেন,‘তৃতীয় ডোজ ভ্যাকসিনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন JCVI এর তথ্যমতে শারিরীকভাবে বেশী দূর্বল, অসুস্থ তাদের অগ্রাধিকার ভিত্তিতে বয়স অনুযায়ী বোস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে’।
ইমুনোলজিস্ট প্রফেসর পিটার বলেন, বোস্টার স্কীম একটি চলমান প্রক্রিয়া। এই বোস্টার ডোজ সবার জন্য প্রয়োজনীয়। ধারাবাহিক ভাবেই এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে’।