সমাজসেবী আবদুস সুবহান ইন্তেকাল করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২১, ১১:৪৫:১০ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ, পূর্ব পাগলা ইউনিয়নের রনসী পশ্চিম পাড়ার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী আবদুস সুবহান আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪.৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় নিজ বাড়িতে সম্পন্ন হবে এবং পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য তাঁতীলীগের আহ্বায়ক আব্দুস সালাম সবার কাছে দোয়া চেয়েছেন।
মরহুম আবদুস সুবহানের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।