সাংবাদিক মাছুমুর রহমান বাপ্পির মায়ের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২১, ২:১৯:১৭ অপরাহ্ন
নিউইয়র্ক প্রতিনিধি : কানাডা থেকে বহুল প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল কানাডা’-র বার্তা সম্পাদক, তরুণ সমাজসেবক এবং কমিউনিটির প্রিয় মুখ, এক্স রোটারিয়ান মাছুমুর রহমান বাপ্পির মা হাজেরা বেগম গত সোমবার নিউইয়র্কের জামাইকায় নিজ বাসভবনে বিকেল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তাঁর জানাজার নামাজ মঙ্গলবার নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়।
জানাজায় মরহুমার দুই ছেলে মাহবুবুর রহমান মাহবুব এবং মাছুমুর রহমান বাপ্পী ও মেয়ের জামাই ডাক্তার নুর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ জাহাঙ্গীর আলমসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে উনার মরদেহ নিউজার্সীর পেটারসনে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
সিলেট শহরের মেন্দিবাগ এলাকা বাসিন্দা মরহুমার বড় সন্তান মামুনুর রহমান মামুন তাদের পরিবারের পক্ষ থেকে উনার আম্মার রুহের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন।


