কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত তিন প্রবাসীর মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ১০:৪৩:৪৯ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: কুয়েতের সীমান্তবর্তী এলাকা আবদালিতে আগুনে পুড়ে নিহত ৩ বাংলাদেশে মরদেহ দেশে পৌঁছাবে আজ বৃহস্পতিবার।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হুসেন জানান, আবদালি এলাকায় অগ্নিকাণ্ডে নিহত তিন প্রবাসীর মরদেহ আজ কুয়েত বুধবার স্থানীয় সময় রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে ।দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় নিহতদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ১৪ আগস্ট শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদের আবাসস্থলে অগ্নিকাণ্ডে ৩ প্রবাসী মারা যান।
মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশিদের দেশের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮) জেলা সিলেট, উপজেলা গোয়াইনঘাট, গ্রাম বাঘবাড়ী। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি , গ্রাম মাগুরা। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন।
মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, উপজেলা কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।