আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফের খোঁজ পাওয়া গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৯:৩৯:৪২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে আরব আমিরাত প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে।’
এর আগে কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। গনির এইভাবে দেশত্যাগে ক্ষোভে ফুঁসছে আফগানরা। অনেকেই তাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।