যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছে হাজার হাজার কোটি ডলার খরচ করে : ট্রাম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৭:৪৪:২৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে ২০ বছর আগে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে। তিনি বলেন গত দুই যুগ মধ্যপ্রাচ্যে আমেরিকা জড়িয়ে পড়া ব্যাপারটাই বিপর্যয়। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সমালোচনা করে বলেন, আমার কথা শুনে তাদের খারাপ লাগবে, সত্য হলো মধ্যপ্রাচ্যে যাওয়া ছিল খুব খারাপ কাজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
ট্রাম্প বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’। তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার হয়েছে এটা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপমানজনক ঘটনা’। ট্রাম্প বলেন, ‘গত বিশ বছরে আমাদের দেশ এ রকম অপমান হয় নি’।
তিনি বলেন, আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।
তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে বিষয়টি অন্যরকম হতে পারতো।