সিলেটে আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৭, সুস্থ হয়েছেন ৭৫৮ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ৩:০১:১০ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। একদিনে করোনামুক্ত হয়েছেন ৭৫৮ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৭ জনের মৃত্যু নিয়ে এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯১৯। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১১ জন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন ৬ জন।
সিলেটে এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৬৭০ জন, সিলেট ওসমানী হাসপাতালে চিকিতসাধীন ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ৬১ জন, হবিগঞ্জ জেলার ৪৪ জন ও মৌলভীবাজার জেলায় ৬৯ জন।
তাছাড়া, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৫৭ জন। এদের মধ্যে সিলেট জেলার ২১৬ জন, সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জন, সুনামগঞ্জ জেলার ২৪ জন, হবিগঞ্জ জেলার ৩৭ জন ও মৌলভীবাজার জেলার ৩২ জন।
সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৭৫৮ জন। এদের মধ্যে সিলেট জেলার ৪১৫ জন, ওসমানী হাসপাতালে চিকিতসারত ৫ জন, সুনামগঞ্জ জেলার ১২৩ জন, হবিগঞ্জ জেলার ৭৮ জন ও মৌলভীবাজার জেলার ১৩৭ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে সিলেট জেলার ২৬ হাজার ৭৬৩ জন, ওসমানী হাসপাতালে চিকিতসাধীন ৪ হাজার ১৬৮ জন, সুনামগঞ্জ জেলার ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জ জেলার ৫ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজার জেলার ৭ হাজার ৮৬ জন।
তাছাড়া, সিলেট বিভাগে মোট করোনা মুক্ত হয়েছেন ৩৭ হাজার ৭৯৫ জন। এর মধ্যে সিলেট জেলার ২৫ হাজার ৫১ জন, ওসমানী হাসপাতালে চিকিতসাধীন ৩৫৭ জন, সুনামগঞ্জ জেলার ৪ হাজার ২৪৭ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৯০৬ জন ও মৌলভীবাজার জেলার ৫ হাজার ২৩৪ জন।