ইয়ুথ সার্ভিসের বাজেট ছাঁটার ফলে ইংল্যান্ডে অপরাধ বৃদ্ধি পাচ্ছে : স্যার কেয়ার স্টারমার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ৬:১৩:১০ অপরাহ্ন
মো: রেজাউল করিম মৃধা : ইংল্যান্ডে ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত কয়েক বছরের তুলনায় ৬০ শতাংশ অপরাধ বেড়েছে বলে গবেষণায় উঠে এসেছে। ইংল্যান্ডের ৫০টি এলাকায় শতকরা ৫০ শতাংশ অপরাধ বৃদ্ধি সত্যিই উদ্বেগজনক।
লেবার লিডার স্যার কেয়ার স্টারমার দি গার্ডিয়ানের সাথে সাক্ষাৎকারে বলেন,‘ক্রাইম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বাজেট কাট। টরি সরকারের সমালোচনা করে বলেন ইয়াংরাই হচ্ছে ইংল্যান্ডের ভবিষ্যত অথচ বাজেট কাটের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে অপরাধ জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ ২০১০ সালের টনি ব্লেয়ারের আমলেও ১.৮ বিলিয়ন পাউন্ড ইয়ুথ সার্ভিস বাজেট ছিল। সেখানে অল টুগেদার হেল্থ সার্ভিস,পেরেন্টিং সার্ভিস, চাইল্ড কেয়ার সার্ভিস পরিচালিত হতো। এখন বাজেট কাটের ফলে সেসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে তরুণরা। ফলে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আনতে হলে বাজেট বৃদ্ধির বিকল্প নেই’।
দি ইনিউস্টিডিউট ফর ফিজিক্যাল স্টাটিজ এর তথ্যমতে ছোট বেলা অর্থাৎ চাইল্ড কেয়ারে বাজেট কাট না করে বাজেট বাড়াতে হবে। ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে শিশু ও ইয়াংদের মধ্যে প্রায় ১৩০০০ রোগী ভর্তি আছে। এর মধ্যে বেশীর ভাগই দরিদ্র পরিবারের সন্তান। এদের মধ্যে রয়েছে অর্থনৈতিক অসচ্ছলতা এবং কমিউনিটির সহযোগিতা বা কমিউনিটি সার্ভিস থেকে বঞ্চিত।
দি ডিপার্টমেন্ট ফর এডুকেশন এর স্পোকপার্সন বলেন,‘পূর্বের মত ইয়ুথ সার্ভিস এবং চাইল্ড কেয়ার সার্ভিসে বাজেট বাড়াতে হবে, তা না হলে ক্রাইম রোধ করা সম্ভব হবে না’।