আফগান প্রেসিডেন্ট ৪ গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ টাকা নিয়ে গেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ৮:১২:৩৬ অপরাহ্ন
একটি সামরিক হেলিকপ্টার আফগান প্রেসিডেন্টকে বহন করে কাবুলের পার্লামেন্টের কাছে নামার প্রস্তুতি নিচ্ছিল ২ আগস্ট ২০২১
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের রাশিয়ান দূতাবাস জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি পালানোর সময় চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন। এমনকি জায়গা না হওয়ায় কিছু অর্থ ফেলে যেতেও বাধ্য হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, রোববার (১৫ আগস্ট) তালেবানরা কাবুল ঘিরে ফেলার পর তাজিকিস্তানে পালিয়ে যান গণি।
প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়া বলেছে, তারা কাবুলে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে এবং তালেবানদের সাথে সম্পর্ক গড়ে তোলার আশা করছে। তাদের দেশের শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার তাড়াহুড়ো নেই এবং তাদের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে।
গণির টাকা নিয়ে পালানোর প্রসঙ্গে রাশিয়ান দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো বলেছেন, চারটি গাড়িতে অর্থ ছিল। তারা বাকি অর্থ হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টাও করে। কিন্তু পুরোটা জায়গা না হওয়ায় কিছুটা টারমাকের ওপর পড়ে ছিল।