দেশে আরও ১৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯৫৯, সুস্থ হয়েছেন ৯,২৬৮ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ৬:৫৬:১২ অপরাহ্ন
অনুপম নিউজ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৯৫৯ জনের।সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে। এছাড়াও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন। একই সময়ে ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন