বিশ্বনাথ জামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর এর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ৪:০০:৩১ অপরাহ্ন
বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী ফারহান ফ্যাশনের স্বত্বধিকারী ও বিশ্বনাথ মোহাম্মদিয়া জামিয়া মাদ্রাসার সভাপতি এবং রামধানা জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল গফুর রোববার (১৫ আগস্ট) দুপুর ১২:১০ মিনিটে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হ্যাল্প ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান আব্দুছ ছোবহান, বিশ্বনাথ আলহেরা শপিং সিটির মালিক সমিথির সভাপতি আব্দুছ ছালাম ও ওল্ডহাম কমিউনিটি নেতা আব্দুছ ছামাদ সবার কাছে দোয়া চেয়েছেন ।
মরহুমের জানাজার নামাজ রামধানা শাহী ঈদগাহ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য মরহুমের স্ত্রী গত ৩ আগস্ট ইন্তেকাল করেন। মাত্র ১২ দিনের ব্যবধানে ছেলে-মেয়েরা পিতা-মাতাকে হারিয়ে গভীরভাবে শোকাহত। স্বামী স্ত্রী‘র মৃত্যুতে আত্মীয়স্বজন সহ এলাকার সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।