‘চীন ও তালেবানের প্রপাগাণ্ডা বিজয় আফগানিস্তানে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ১:৫২:০২ অপরাহ্ন
সম্ভাব্য তালেবান শাসিত আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা আব্দুল গনি সাক্ষাৎ করছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকফারল্যান্ড রোববার ফক্স নিউজকে দেওয়া একটি ইমেইলে বলেছেন, তালেবানরা সবসময় দীর্ঘ খেলা চায় এবং তারা জানতো, যুক্তরাষ্ট্র এক পর্যায়ে বিরক্ত হয়ে চলে যাবে।
চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে ভার্চ্যুয়াল মিটিং করছেন।
তিনি প্রায় ১৫ বছর আগে একজন আদিবাসী নেতার সাথে আলাপের কথা স্মরণ করছিলেন, যিনি তাকে বলেছিলেন, ‘আমাদের আর কোথাও যাওয়ার নেই। আমরা এখানে চিরকাল আছি’।
ওই নেতা আরও বলেছিলেন, ‘আমরা তোমাদেরকে পরাজিত করতে চাই না, আমরা অপেক্ষা করছি যাতে তোমরা চলে যাও’।
কয়েক শ আফগান-আমেরিকান হোয়াইট হাউসের সামনে প্রতিবাদমুখর
ম্যাকফারল্যান্ড বলেন, চীন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এবং অন্যান্য দেশকেও একই কাজ করতে বাধ্য করবে। তিনি বলেন, এটা শুধু তালেবানদের জন্য নয়, চীনের জন্য একটি অসম্ভব প্রচারণা বিজয়। চীন আমাদের আফগান ব্যর্থতাকে প্রমাণ হিসেবে ব্যবহার করবে এই মর্মে যে আমেরিকা অনিবার্য পতনের মধ্যে রয়েছে, যখন চীন আগে বাড়ছে।