মাজার-ই-শরীফ দখল করলো তালেবান, আবদুর রশিদ দোস্তুাম এবং আতা মোহাম্মদ নূর পালিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ১২:৩৫:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলের আরেকটি বড় গুরুত্বপূর্ণ সুরক্ষিত শহর মাজার ই শরিফ দখল করেছে। কাবুলের দিকে আগাচ্ছে তালেবান মিলিশিয়ারা। খবর এপি-র
দেশের চতুর্থ বৃহত্তম শহর, বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের পতন, যাকে আফগান বাহিনী এবং দুই শক্তিশালী সাবেক যুদ্ধবাজ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আবদুর রশিদ দোস্তুাম এবং আতা মোহাম্মদ নূর, হাজার হাজার যোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন, তারা পালিয়ে গেছেন।