সিলেটসহ সারাদেশে মডার্নার টিকা দেয়া হবে যাদের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৯:১৫:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সিলেটসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় গিয়ে বিদেশগামীরা পাবেন মর্ডানার টিকা। এ নির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর একটি চিঠি ইস্যু করেছে। ওই চিটিটি এসেছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়েও।
নির্দেশনা বলা হয়েছে, দেশব্যাপি ১৪ আগষ্ট থেকে মর্ডানার টিকার প্রথম ডোজ বন্ধ রেখে শুধু মাত্র দ্বিতীয় ডোজ চলমান রাখতে হবে। তবে, শুধু মাত্র সিটি কর্পোরেশনসমূহে বিদেশগামীদের রেজিষ্টেশনের ভিত্তিতে প্রথম ডোজ প্রদান করতে হবে।
এছাড়া অন্য নির্দেশনায় বলা হয়েছে- ইতোমধ্যে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন ধরে দিতীয় ডোজ পেতে অপেক্ষা করে আছেন তাদেরকে আগামী ২৬ আগষ্টের মধ্যে টিকাদান সম্পন্ন করার পদক্ষেপ নিতে হবে।
আর প্রচলিত নিয়মানুয়ায়ী সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান চলমান রাখতে হবে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন শনিবার রাতে বলেন, বিদেশগামীদের টিকা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি সুনামগঞ্জ, হবিগঞ্জ কিংবা মৌলভীবাজারের বিদেশযাত্রী হন তাহলে প্রথমে টিকার কেন্দ্র নির্ধারণ করে রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশযাত্রী হিসেবে সকল প্রমাণাদি সহ নিয়ে আসলে তাকে মর্ডানা টিকা দেওয়া হবে। তবে, যদি বিদেশযাত্রী তাঁর নিজ এলাকার কেন্দ্র উল্লেখ করে রেজিস্ট্রেশন করেন তাহলে ওই কেন্দ্র থেকে একটি চিঠি নিয়ে আসতে হবে। তাহলে টিকা দেওয়ার পর তথ্য আপডেট থাকবে।
এছাড়া অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৬ আগস্টের মধ্যে যারা দ্বিতীয় ডোজ পাননি তাদেরকে টিকা দেওয়া সম্পন্ন করা হবে। ২০ তারিখের মধ্যে কেউ যদি অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের মোবাইল ফোনে ম্যাসেজ না পান তাহলে ২১ তারিখ থেকে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করতে বলেছেন তিনি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলো ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার টিকা গ্রহণকে গুরুত্ব দেয়। কেউ কেউ কেবল মডার্নার টিকা নেয়া হয়েছে দেখতে চায়।