২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৭:৫৩:৩৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : অন্তত ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা আফগানিস্তানে তালেবানদের প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার জন্য। তারা নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকসহ ঝুঁকিতে থাকা আফগান নাগরিক। এসব মানুষদের নিয়ে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো। খবর এএনআই।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে মেনডিসিনো বলেন, কানাডা সরকারের জন্য কাজ করেছে হাজার হাজার আফগান। এদের কেউ কেউ দোভাষী, দূতাবাসের কর্মী। এর আগে তাদের পরিবারকে কানাডায় আশ্রয় দেওয়ার পরিকল্পনা হয়েছিল। এবার সেইরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘যেহেতু তালেবানরা আফগানিস্তানের অধিকতর এলাকা দখল করে চলেছে এবং এতে করে অনেক আফগানের জীবন ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে তাই এমন পদক্ষেপ।’
এ প্রসঙ্গে কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিত সজ্জন জানিয়েছেন, কানাডার কিছু সেনা আফগানিস্তানে মানুষজনকে স্থানান্তরের কার্যক্রমে অংশ নিচ্ছে। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ‘সেখানে এখন যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা অত্যন্ত প্রকট।’
মেনডিসিনো আরও জানিয়েছেন, আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে যারা রয়েছেন তারাই আপাতত কানাডায় বসবাসের সুযোগ পাবেন। এদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী, নারীনেত্রী, সাংবাদিক, নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায়।