পদত্যাগ করা ছাড়া আফগান প্রেসিডেন্টের অন্য উপায় আছে কি?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ১০:৫৪:৪২ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : আফগানিস্তানের প্রেসিডেন্ট কী করবেন এখন? আমেরিকা যুক্তরাজ্য কানাডা তাদের কূটনীতিক ও সাধারণ মানুষদের নিরাপদে কাবুল থেকে ফিরিয়ে নিতে ব্যবস্থা নিচ্ছে, ফোর্স পাঠাচ্ছে। প্রেসিডেন্ট আশরাফ গনিকে রক্ষায় কেউ এগিয়ে আসছে না। পাকিস্তান চায় তালেবান বিজয়ী হোক, চীন চায় তালেবান কাবুল দখল করে নিক। তালেবান ক্ষমতা নিলে বাইডেনের জন্যে বিপদ আসবে কেন বলছে নিউ ইয়র্ক টাইমস?
প্রেসিডেন্ট গনি ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিলেন। তালেবান প্রত্যাখ্যান করেছে। তারা সাফ বলেছে, প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করুক। তালেবান এখন কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে চলে এসেছে তালেবান যোদ্ধারা। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি পদত্যাগ করবেন প্রেসিডেন্ট আশরাফ গনি? পদত্যাগ ছাড়া অন্য উপায় আছে কি? আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে ২০০৯ সালে নির্বাচন করতে এসেছিলেন। ২০১৪ থেকে ক্ষমতায়। ২০১৯-এ পুনরায় ক্ষমতায়। এখন কোন্ পথে যাবেন? নাকি টিল হিজ লাস্ট ব্রেথ লড়বেন?
তালেবান কেমন চালাবে আফগানিস্তান? আগে ক্ষমতায় ছিল সে সময়ের কথা যাদের মনে আছে তারা জানেন, শরিয়া আইনকে ব্যবহার করে তালেবানের নির্দয় শাস্তি দিতেন। গত মাসে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান শিশু অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে ধরে একটি সেতু থেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তালেবান। যুক্তি হিসেবে তারা বলে, ঐ দুই জন দোষী প্রমাণিত হয়েছে।