শোকের আগস্ট: রনক আহমদ চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ১২:০৯:১৬ অপরাহ্ন
শোকের আগস্ট
রনক আহমদ চৌধুরী
.
ঝিলের জলে শাপলা ফোটে
দুর পাহাড়ে রবি,
তাইনা দেখে মনে পড়ে
তোমার কথা কবি।
রেখে যাওয়া পরম পাওয়া
সব কিছুতেই আছে ,
স্বাধীনতার শ্রেষ্ঠ কবি
নেই তো তুমি কাছে।
বছর ঘুরে আগষ্ট এলে
দিনটা কাটে শোকে,
পাথর বুকে আজো ভাসে
তোমার স্মৃতি চোখে।
অগ্নী ঝরা ভাষন আজো
সাহস জাগায় বুকে,
তোমার কথা কেউ ভুলেনি
সবার মুখে মুখে ।
…
…

ছড়াকার