‘অবর্ণনীয় ভয়ঙ্কর’ ঘটনা : ব্রিটেনে বন্দুকধারীর হামলায় নিহত ৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২১, ৮:০৩:৪৮ অপরাহ্ন
লন্ডন অফিস : ব্রিটেনের প্লাইমাউথে এক বন্দুক হামলায় বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ১২ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, তিনজন নারী, দুইজন পুরুষ এবং সন্দেহভাজন ব্যক্তি মারা গেছে। সবাই গুলির আঘাতে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে লুক পোলার্ড নামে স্থানীয় একজন আইনপ্রণেতা জানিয়েছেন, নিহতদের মধ্যে অল্পবয়সী একজন তরুণীও রয়েছেন। হামলার এই ঘটনাকে তিনি ‘অবর্ণনীয় ভয়ঙ্কর’ বলেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বন্দুকের মালিকানা নীতি অনেক কঠোর এবং সারা বিশ্বের মধ্যে দেশটিতে বন্দুক হামলা ও এ সংক্রান্ত সহিংসতা ও হতাহতের ঘটনা খুবই কম। দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনাও খুবই বিরল।