চাপাতি হাতে শ্বশুরবাড়ি: আহমেদ শামীমের রম্য ছড়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২১, ৬:০৬:৫৫ অপরাহ্ন
চাপাতি হাতে শ্বশুরবাড়ি !
(একটি রম্য ছড়া)
আহমেদ শামীম
শ্বশুরবাড়ি মধুর হাড়ি
ছিলো এককালে
কাটতো সময় আনন্দে আর
সোহাগ দেখভালে !
কালের স্রোতে হারায় গেছে
সেই মধুর হাড়ি
জান বাঁচাতে ফিরতে যে হয়
খুব তাড়াতাড়ি !
শ্বশুরবাড়ির সোহাগ কিংবা
খেতে চা-পাতি
এখন থেকে রাখতে যে হয়
সঙ্গে চাপাতি !
আহমেদ শামীম
ছড়াকার, সাংবাদিক