গণ্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের গর্তে পাওয়া গেছে নিখোঁজ চীনা শ্রমিকের লাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২১, ১০:৩৪:১১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: টানা ২২ ঘণ্টা পর বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার করেছে চীনা কর্মকর্তা ও থানা পুলিশ দল। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রকল্প এলাকার সাগর পাড়ে একটি পাইলিংয়ের বড় গর্ত থেকে নিখোঁজ জিই কিংওয়েনের লাশ খুঁজে পাওয়া যায়। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নিখোঁজ হয়েছিলেন। কিংওয়েন মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক। বয়স আনুমানিক ৩৩ বছর।
কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক বলেন, চীনা শ্রমিক জিই কিংওয়েন নিখোঁজ হবার পর থেকে চীনা কর্মকর্তারা তার কর্মস্থলসহ সাগর পাড়ে বিভিন্ন পাইলিংয়ের গর্তে খোঁজাখোঁজি করছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টায় বিশাল ফাইলিংয়ের গর্তে তার লাশ দেখে চীনা কর্মকর্তারা পুলিশকে জানায়। বাঁশখালী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফীউল কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিক মারা গেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ কী করা হবে তা সিদ্ধান্ত হবে।