সিলেটে আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৭, সুস্থ ৫৬৭ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২১, ২:১১:০২ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে মৃত ২১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ ১৯ জনই সিলেট জেলায় মারা গেছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা রয়েছেন ১ জন করে।
সিলেটে নতুন করে শনাক্ত হওয়া ৫৬৭ জন করোনা রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে ৪২ জনসহ ৩৫৯ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৩ জন, মৌলভীবাজারের ১০০ জন ও হবিগঞ্জের ৫৫ জন রয়েছেন। ১৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩০.৪৩ ভাগ।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটে ৪৬৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।




