ব্রিটেনে এ লেভেল পরীক্ষায় বাংলাদেশী ছাত্রছাত্রীদের অসামান্য কৃতিত্ব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:৩১:১৬ অপরাহ্ন
লন্ডন অফিস : কোভিড-১৯ মহামারির মাঝে গত ১০ আগস্ট প্রকাশিত হলো কাংখিত এ লেভেলের ফলাফল। এই ফলাফলে বাংলাদেশী বংশদ্ভুত নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
ইস্ট লন্ডনের নিউহ্যাম ব্রামন্টন মেলার একাডেমিসহ কয়েকটি সিক্স ফর্ম কলেজ থেকে অসাধারণ ফলাফল করেছে ছাত্রছাত্রীরা। এছাড়াও অন্যান্য কলেজ থেকে এমনকি ব্রিটেনের বিভিন্ন শহরের কলেজগুলো থেকে ভালো ফলাফল হয়েছে। বিশেষ করে বাংলাদেশি ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো ফল পেয়েছে।
অনেক ছাত্রছাত্রী তিনটি বিষয়ে, অনেকে চারটি বিষয়ে এ স্টার এবং ডাবল স্টার পেয়ে কেউ কেউ অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। আবার অনেকে বাবা মার কাছে থেকে পড়াশুনার জন্য লন্ডনের ইমপেরিয়াল, ইউসিএল কুইন মেরী ইউনিভার্সিটিসহ অন্যান্য নামিদামি ইউনিভার্সিটি অথবা কলেজে নিজেদের পছন্দের বিষয় বা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে যাচ্ছেন।
শামিম তাসিন, নিউহ্যাম ব্রামটেন মেনার একাডেমি থেকে তিনটি সাবজেক্টে এ ডাবল স্টার পেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে লেখাপড়ার জন্য যাচ্ছে।
হাফিজ মোহাম্মদ শরীফ, প্রতিটি সাবজেক্টে সর্বোচ্চ গ্রেড নিয়ে ইন্জিনিয়রিং পড়তে যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।
সাফি, নিউহ্যাম সিক্সফরম থেকে অসাধারণভাবে সফল হয়। তার দীর্ঘদিনের স্বপ্ন বাবা মায়ের ইচ্ছা পূর্ণ করতে যাচ্ছেন হিস্টরি পড়তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বাবা মা দুজনেই বৃটেনে জব করছেন।
বিশিস্ট ব্যাবসায়ী নাজমুল হুসাইনের ছেলে নিউহ্যামের একাডেমি কলেজ থেকে চারটি সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়ে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পেয়েও বাবা মার সাথে থেকে লেখাপড়ার জন্য ইউসিএল মেডিসিনে পড়াশুনা করে। ডাক্তার হয়ে ব্রিটেনে জব করার পরও বৎসরে একবার কিম্বা দুইবার বাংলাদেশে গিয়ে রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার ইচ্ছা তার।
সৈয়দা তাহসিন, দুই এ স্টার এবং একটি এ নিয়ে ক্যামব্রিজে ভর্তি হচ্ছেন।
তাওহিদ শাহজাহান ৪ টি এ স্টার নিয়ে ৪ টি বিশ্ববিদ্যালয়ে থেকে অফার এসেছে। তবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রথম তালিকায় রয়েছে।
এছাড়া আরো বহু ছাত্র/ছাত্রী ভাল ফল পেয়েছে।
উল্লেখ্য, এ বছর এ স্টার এবং এ গ্রেড পেয়েছে শতকরা ৪৪.৮% পারসেন্ট। গত বছর পেয়েছিলো ৩৬.৫% পারসেন্ট। ২০১৯ সালের চেয়ে এ বছর পাশের হার শতকরা ১৩% পারসেন্ট বেশি। নর্দান আইল্যান্ড এ স্টার এবং এ গ্রেড এ পাশ করেছে ৫০.৮% এবং ইংল্যান্ডে ৪৪.৩%। পাশের হার ৮৮.২% ।
ইংল্যান্ডে ৫৭% পারসেন্ট ছাত্রীরা এ স্টার এবং এ গ্রেড পেয়েছে। ছাত্রদের চেয়ে পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে এবার।