বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের ক্রিকেট টুর্নামেন্ট ও দিনব্যাপী বারবিকিউ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:১১:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস : বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ৮ আগষ্ট রোববার ২০২১ এ ম্যানচেষ্টার মাঠে অনুষ্ঠিত হয়। আকষর্ণীয় এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ষ্টামফোর্ড ক্রিকেট টিম বনাম বেংগল ক্রিকেট ক্লাব।
খেলায় চ্যাম্পিয়ান হয় ষ্টামফোর্ড ক্রিকেট টিম। রানাস আপ হয় বেংগল ক্রিকেট ক্লাব। এবারের ক্রিকেট টুর্নামেন্টে আরও অংশগ্রহণ করে ফেয়ারফিল্ড ক্রিকেট টিম, ওয়ালিংফোর্ড ক্রিকেট টিম, মিডিলটাউন ক্রিকেট টিম। আকষর্ণীয় এ খেলা দেখতে কানেকটিকাট ষ্টেটের সকল শহর থেকে প্রচুর দর্শক সমাবেশ হয়। দিনব্যাপী বারবিকিউ আয়োজন দুপুরের খাবারসহ অন্য কর্মসূচীও থাকে। দর্শকরা দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন।
দিনব্যাপী এ আয়োজনে কার্যকরী কমিটির সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে সব আয়োজনকে প্রানবন্ত করেন। দিনব্যাপী বারবিকিউ-তে সহযোগিতা করেন উপদেষ্টা তারেক আম্বিয়া, আহমেদ জিল্লু, তৌফিকুল আম্বিয়া। পুরো খেলাটি স্পন্সর করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সহসভাপতি নুরুল আলম। ক্রিকেট মাঠটি পেতে সহযোগিতা করেন তারেক আম্বিয়া।
ক্রীড়া সস্পাদক দিপুসহ ক্রিকেট পরিচালনা কমিটিতে ছিলেন আম্পায়ার আমিরুজ্জামান টুটুল, ডেবিড স্বপন রোজারিও সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, তারেক খান, হাবিবুর রহমান।
পুরস্কার বিতরন পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুল চৌধুরী হেলাল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন হুমায়ুন চৌধুরী ও তারেক খান।
সভাপতি ও সম্পাদক ও উপদেষ্টামন্ডলীসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত করেন ।