আফগানিস্তানের অর্থমন্ত্রী স্বপরিবারে পালিয়েছেন পদত্যাগ করে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২১, ১১:৩৫:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : আফগানিস্তানের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান দেশটির গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে জানান, তালেবান কর্তৃক কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পেয়েছে। যার কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও দেশ ছেড়েছেন।
তবে আফগান অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন প্রতিবেদনে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি।
দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যেই দেশটির প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে তালেবান। বাকি অঞ্চলে চলছে সংঘাত।