এ্যাশফোর্ড বৃটিশ বাংলাদেশি এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ৪:১৬:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস: এ্যাশফোর্ড বৃটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী গত ৮ আগস্ট এ্যাশফোর্ডের ব্রিজ স্ট্রিটে ওয়ে ভিলেজ হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ খন্দকার পায়েল ও টি ভি নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুবারক মিয়া ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মিজানুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ট্রেজারার কোকন খান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ বাবু।
এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাশফোর্ড কাউন্সিল মেয়র কালাম নওস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, কমিউনিটি নেতা বজলুর রশিদ এমবিই, বিশিষ্ট রাজনীতিবিদ মাহিদুর রহমান, বিসি এর সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই, হারুনুর রশিদ, সুলতান মিয়া, সৈয়দ মুহিবুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
অনুষ্ঠানে স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী ও হসপিটালের ডাক্তারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে বিশেষ সম্মান জানানো হয়। সবশেষে কেক কাটা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।