ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা কোভ্যাক্স দেবে বিনামূল্যে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:৫৮:২০ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি : বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স বাংলাদেশের জন্য করোনার টিকার বড় উৎস। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ছয় কোটি ডোজ করোনার টিকা পাবে। এ টিকা বাংলাদেশকে কিনতে হবে না, পাওয়া যাবে বিনা মূল্যে। তবে কোন মাসে কত টিকা আসবে, তার কোনো পথনকশা আগেভাগে জানায় না কোভ্যাক্স।
কোভ্যাক্সের আওতায় ইতিমধ্যে বাংলাদেশ প্রায় ৮৯ লাখ টিকা পেয়েছে। সর্বশেষ চালান হিসেবে গতকাল মঙ্গলবার কোভ্যাক্সের মাধ্যমে চীন থেকে ১৭ লাখ সিনোফার্মের টিকা বাংলাদেশে এসেছে।
বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সমভাবে করোনার টিকা বণ্টন নিশ্চিতের লক্ষ্যে ২০২০ সালের এপ্রিলে কোভ্যাক্স গঠিত হয়। এ পর্যন্ত ১৬৫টি দেশ কোভ্যাক্সের সদস্য হয়েছে। উন্নত দেশ, উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যক্তি ও ফাউন্ডেশনের অনুদানে টিকা সংগ্রহ করে কোভ্যাক্স।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘কোভ্যাক্সের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে আমরা ছয় কোটি ডোজ টিকা পাব।’ তিনি বলেন, এই ছয় কোটি ডোজ পাওয়া যাবে বিনা মূল্যে। এরপরে কোভ্যাক্সের আওতায় টিকা চাইলে কিনতে হবে।
ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন টিকার উৎস তিনটি।
১. চীনের কাছ থেকে কেনা। ২. কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ও ৩. রাশিয়ার কাছ থেকে কেনা।
চীনের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। দেশটির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদনের আলোচনাও চলছে। চীন থেকে মোট সাড়ে সাত কোটি টিকা আনা হবে বলে সরকারের দুজন মন্ত্রী গত সপ্তাহে জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।